রানীনগরে পশুরহাটে অতিরিক্ত টোল আদায়ে জরিমানা

নওগাঁর রানীনগরে পশুরহাটে অতিরিক্ত টোল আদায়ের অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই হাটে ফলের দোকানে মূল্যতালিকা না থাকায় আরও ২০০ টাকা জরিমানা করা হয়।
বুধবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার আবাদপুকুর হাটে অভিযান চালিয়ে এ আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন।
এ বিষয়ে শাহাদাত হুসেইন বলেন, রমজান উপলক্ষে কোনো ব্যবসায়ী ও দোকানিরা যেন ক্রেতাদের জিম্মি করে সরকারের বেঁধে দেওয়া দামের বাইরে অতিরিক্ত মূল্য না নেয়। এজন্য বিভিন্ন হাট-বাজার, খাবার হোটেল, বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হচ্ছে। এর ধারাবাহিকতায় দুপুরে আবাদপুকুর হাটে গরু-ছাগলের ক্রয়-বিক্রয়ে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হাট ইজারাদারের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই হাটে একটি ফলের দোকানে মূল্যতালিকা না থাকায় আরও ২০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আব্বাস আলী/আরএইচ/এএসএম