বল্লাল সেনের দিঘিতে মিললো কষ্টিপাথরের মূর্তি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ৩০ মার্চ ২০২৩

মুন্সিগঞ্জের রামপালের রাজা বল্লাল সেনের দিঘিতে কষ্টিপাথরের মূর্তির মাথা উদ্ধার করা হয়েছে। মূর্তিটির ওজন ৪ কেজি ৭৮৯ গ্রাম।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার রামপাল ইউনিয়নের এনায়েতনগর এলাকার পাশে রাজা বল্লাল সেনের দিঘিতে কৃষিকাজের জন্য সেচের পানির লাইন করতে গিয়ে মূর্তিটি পাওয়া যায়।

jagonews24

স্থানীয় রামপাল ইউনিয়ন পরিষদের সচিব কবির হোসেন মাটিকাটা শ্রমিকদের কাছ থেকে মূর্তিটি বুঝে নেন। পরে জেলা প্রশাসনের পক্ষে নেজারত শাখার সহকারী কমিশনার তৌহিদুল ইসলাম বারীর কাছে এটি হস্তান্তর করা হয়।

এ বিষয়ে তৌহিদুল ইসলাম বলেন, স্থানীয় কৃষক রহমতউল্লাহ দেওয়ানের জমিতে মাটি কাটার শ্রমিকরা কাজ করার সময় মূর্তিটির সন্ধান পান। এটি কষ্টিপাথরের মূর্তি কি না তা যাচাইয়ে ঢাকায় ল্যাবে পাঠানো হবে।

আরাফাত রায়হান সাকিব/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।