মাদরাসাছাত্রদের পুনাকের ঈদ উপহার
মুন্সিগঞ্জে মাদরাসাছাত্রদের মধ্যে ঈদ উপহার বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।
বুধবার (৫ এপ্রিল) সন্ধ্যায় এ উপলক্ষে জেলা পুলিশ লাইনসে কোরআন তেলাওয়াত, ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় জেলার বিভিন্ন মাদরাসার শতাধিক ছাত্র। পরে ১২০ জন শিশু শিক্ষার্থীর মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঈদ উপহার তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন।
পুনাক মুন্সিগঞ্জের সভানেত্রী আমিনা রহমান মুন্নীর সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব, আদিবুল ইসলাম, ইয়াসিনা ফেরদৌস, অতিরিক্ত পুুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান, মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, সাবেক সভাপতি আরিফ-উল-ইসলাম, মীর নাসিরউদ্দিন উজ্জল, কাজী সাব্বির আহমেদ দীপু প্রমুখ।
'
ঈদ উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিশুরা। আয়োজকরা জানান, মানবিক চিন্তা থেকে ও শিশুদের অনুপ্রেরণা দেওয়ার জন্য এমন আয়োজন করা হয়েছে।
আরাফাত রায়হান সাকিব/এসআর/জিকেএস