জমি নিয়ে দ্বন্দ্ব, ভাই-ভাতিজার পিটুনিতে মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আপন ছোট ভাই ও ভাতিজারা মিলে আব্দুর রহমান (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার (১০ এপ্রিল) রাতে উপজেলার মোগড়া ইউনিয়নের নুনাসার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান ওই এলাকার মৃত আব্দুর কাদিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রহমান ও তার ছোট ভাই খলিলুর রহমানের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে উভয়ের পরিবারের মধ্যে একাধিক মামলা চলমান। মামলার জেরে আদালত বিরোধপূর্ণ জায়গায় ১৪৪ ধারা জারি করে। সোমবার সেই জায়গায় থানা পুলিশ তদন্ত করে ফিরে আসে। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
আব্দুর রহমান মাগরিবের নামাজ পড়ে বাড়িতে ফেরার পথে ছোট ভাই খলিলুর রহমান ও তার ছেলেরা তার ওপর হামলা করেন। এসময় ভাই-ভাতিজারা আব্দুর রহমানকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, মরদেহ হাসপাতাল মর্গে আছে। অভিযুক্তদের আটকে অভিযান অব্যাহত আছে।
আবুল হাসনাত মো. রাফি/এমআরআর/জিকেএস