স্মার্ট ব্রাহ্মণবাড়িয়া গড়ার পরিকল্পনা দিলেই মিলবে পুরস্কার
স্মার্ট ব্রাহ্মণবাড়িয়া গড়তে আপনিও দিতে পারেন নানান প্রস্তাবনা। আপনার এ প্রস্তাবনা যাচাই-বাছাই শেষে মনোনীত হলে পেতে পারেন পুরস্কার ও সম্মাননা।
বুধবার (১২ এপ্রিল) স্মার্ট ব্রাহ্মণবাড়িয়া বিনির্মাণে এক কর্মশালায় জেলা প্রশাসক এ ঘোষণা দেন।
স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে স্মার্ট ডিস্ট্রিক্ট ইনোভেশন চ্যালেঞ্জ-২০২৩ এর আওতায় বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শাহ্গীর আলম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ প্রমুখ।
কর্মশালার প্রথম অধিবেশনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বক্তব্য রাখেন। এতে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধান, শিক্ষক, গণমাধ্যম ও এনজিওকর্মীরা অংশ নেন।

দুপুরে ‘স্মার্ট ব্রাহ্মণবাড়িয়া বিনির্মাণ’ শীর্ষক কর্মশালায় অংশগ্রহণকারীদের ১১টি দলে বিভক্ত করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জিয়াউল হক মীর। দলগুলো হলো স্মার্ট ল্যান্ড ম্যানেজমেন্ট, স্মার্ট পাবলিক সার্ভিস, স্মার্ট ল অ্যান্ড অর্ডার, স্মার্ট এডুকেশন, স্মার্ট সোশ্যাল সার্ভিস, স্মার্ট সিটি অ্যান্ড ভিলেজ, স্মার্ট এগ্রিকালচার, স্মার্ট হেলথ, স্মার্ট ট্রান্সপোর্টেশন, স্মার্ট ইউটিলিটি ও স্মার্ট এনভায়রনমেন্ট। দুপুর পৌনে ২টার দিকে দলগুলো স্মার্ট ব্রাহ্মণবাড়িয়া বিনির্মাণে নিজ নিজ দলের পক্ষে প্রস্তাবনা তুলে ধরে।
কর্মশালা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জিয়াউল হক মীর।
কর্মশালায় সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক শাহগীর আলম বলেন, স্মার্ট ব্রাহ্মণবাড়িয়া বিনির্মাণে আমরা আপনাদের প্রস্তাবনায় অভিভূত হয়েছি। এছাড়া বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে স্মার্ট ব্রাহ্মণবাড়িয়া গড়তে বিভিন্ন পর্যায়ের মানুষের মতামত এবং প্রস্তাবনা নেওয়া হবে। এরমধ্য থেকে বাছাই করা প্রস্তাবনাকে পুরস্কৃত করা হবে।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জিয়াউল হক মীর জাগো নিউজকে বলেন, স্মার্ট ব্রাহ্মণবাড়িয়া বিনির্মাণে সর্বস্তরের মানুষের কাছ থেকে নতুন নতুন প্রস্তাবনা নেওয়া হবে। আমরা গণমাধ্যমসহ নানাভাবে এ বিষয়ে প্রচারণা শুরু করবো। আগামী ২৫ এপ্রিল পর্যন্ত ইমেইল ও ডাকযোগে প্রস্তাবনা নেওয়া হবে। [email protected] ঠিকানায় প্রস্তাবনা পাঠানো যাবে। এরমধ্য থেকে বাছাইকৃতদের পুরস্কৃত করা হবে।
আবুল হাসনাত মো. রাফি/এসআর/জিকেএস