টেকনাফে চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ ইউপি সদস্যের অনাস্থা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৬:০৮ পিএম, ১৩ এপ্রিল ২০২৩
বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জানিয়েছেন ৯ সদস্য।

বুধবার (১২ এপ্রিল) জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালকের কাছে লিখিত অনাস্থাপত্রটি পাঠিয়েছেন তারা।

ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি, ঘুষ, স্বেচ্ছাচারিতা, সরকারি চাল আত্মসাৎ ও সনদ প্রদানে বিধিমালা ভঙ্গ করে মনগড়াভাবে ইউনিয়ন পরিষদ পরিচালনাসহ চেয়ারম্যানের বিরুদ্ধে ছয়টি অনিয়মের কথা উল্লেখ করে অনাস্থা জানিয়েছেন ইউপি সদস্যরা।

অনাস্থা প্রস্তাবকারী সদস্যরা হলেন- আবদুল হক, শফিউল কাদের, আমান উল্লাহ, হাফেজ আহমদ, নুরুল ইসলাম, মো. ইলিয়াছ এবং সংরক্ষিত আসনের সদস্য মোবিনা খাতুন ও খালেদা বেগম।

এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, দরিদ্রদের জন্য ইউনিয়ন পরিষদে আসা ভিজিএফ কার্ড নিয়ে অনেক মেম্বার বাণিজ্য করার প্রচেষ্টা চালিয়েছিলেন। তা জেনে প্রকৃত দরিদ্র পরিবারে আমি নিজ উদ্যোগে কার্ড পাঠানোর ব্যবস্থা করেছিলাম। এতে তাদের আশাভঙ্গ হওয়া কয়েকজন মেম্বার মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিষয়টি নিয়ে উপজেলা চেয়ারম্যান, ইউএনও এবং সংসদ সদস্যের বসার কথা হয়েছে। অভিযোগ পুরোটাই মিথ্যা।

সায়ীদ আলমগীর/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।