রোগী ফোন দিলে খোলা হয় ক্লিনিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৩:০৩ পিএম, ১৫ এপ্রিল ২০২৩

ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নিজকুঞ্জরা কমিউনিটি ক্লিনিকে সেবা বঞ্চিত হচ্ছেন রোগীরা। ক্লিনিকটি প্রায়ই বন্ধ থাকে। ফোন দিলে তালা খুলেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মো. আফফান হোসাইন ঝুলন।

স্থানীয়রা জানান, ক্লিনিকের দায়িত্বে থাকা সিআইচসিপি মো. আফফান হোসাইন ঝুলন সময়মতো ক্লিনিকে আসেন না। ক্লিনিকের দেওয়ালে লিখা মোবাইল নম্বরে কল দিলে তড়িঘড়ি করে ক্লিনিকে আসে তিনি।

সেবা নিতে আসা উপকারভোগী লায়লা আক্তার অভিযোগ করেন, ক্লিনিকে যখনই আসি বন্ধ পাই। অনেকক্ষণ অপেক্ষা কিংবা ফোন করলে তিনি এসে ক্লিনিক খুলেন।

আরও পড়ুন: বৈধ কাগজপত্র না থাকায় ৩ ক্লিনিক সিলগালা

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক রোগী জানান, মো. আফফান হোসাইন ঝুলনের বাড়ি ক্লিনিকের পাশে। সে ইচ্ছে হলে ক্লিনিকে আসে অন্যথায় বন্ধ থাকে। নিজকুঞ্জরা কমিউনিটি ক্লিনিক বন্ধ থাকায় স্বাস্থ্যসেবা নিতে আসা উপকারভোগীরা পাশের ইউনাইটেড ট্রাস্ট পরিচালিত দাতব্য চিকিৎসা কেন্দ্রে গিয়ে সেবা নেন।

ক্লিনিকে নিয়ম অনুযায়ী সেবা প্রদান করা হচ্ছে বলে জানান (সিএইচসিপি) মো. আফফান হোসাইন ঝুলন। তিনি জানান, ছাগলনাইয়া উপজেলায় ২৭টি কমিউনিটি ক্লিনিকে ২৭ জন সিএইচসিপি থাকার কথা থাকলেও বর্তমানে মাত্র ৭ জন রয়েছেন। ফলে মাঝে মাঝে ক্লিনিক বন্ধ রেখে আমাদের অন্যত্রে কাজ করতে হয়।

স্থানীয় ইউপি সদস্য নিজাম উদ্দিন মিলটন জানান, ক্লিনিকের পাশে সিএইচসিপির বাড়ি হওয়ায় হয়তো মাঝেমধ্যে বিলম্বে খোলেন। তবে সেবার বিষয়ে আমরা কোনো অভিযোগ পাইনি।

এ বিষয়ে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শোয়েব ইমতিয়াজ নিলয় জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এ বিষয়ে সিভিল সার্জন ডা. মো. শিহাব উদ্দিন জানান, সময় মতো ক্লিনিক না খোলা অপরাধ। খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

আবদুল্লাহ আল-মামুন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।