কক্সবাজারে সাড়ে তিন লাখ ইয়াবাসহ আটক ৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ১৫ এপ্রিল ২০২৩

কক্সবাজার ও বান্দরবানের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে সাড়ে ৩ লাখ পিস ইয়াবা ও ২ লাখ ৮৩ হাজার টাকাসহ ৫ জনকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (১৪ এপ্রিল) সকাল-সন্ধ্যায় ভিন্ন সময়ে অভিযান চালিয়ে মাদক কারবারি, এসব মাদক এবং মাদক বিক্রির টাকা জব্দ করা হয়।

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে কক্সবাজার র‌্যাব-১৫ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন।

আটকরা হলেন, আবু হানিফ (৩৬), নূর মোহাম্মদ (৪২), আক্তার কামাল (৪৫), গোলাব জান (৫৫), নাসিমা আক্তার (২১)।

অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন জানান, ৩টি পৃথক ঘটনায় এসব মাদক কারবারিদের ইয়াবা ও টাকাসহ আটক করা হয়। শুক্রবার বিশ্বস্তসূত্রে জানতে পারি, টেকনাফ থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ একটি গাড়ি চট্টগ্রামের উদ্দেশে রওনা করেছে। সাতকানিয়ায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি করে একটি কালো রঙের কেবিন পিকআপ থেকে ৩ লাখ পিস ইয়াবা ও ২২ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়ির চালক আবু হানিফকে (৩৬) আটক করা হয়।

তিনি জানান, এদিন বিকেলে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের আজোনাইয়া এলাকায় অভিযান পরিচালনা করে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ নূর মোহাম্মদ (৪২) ও আক্তার কামাল (৪৫) নামে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

এছাড়া দিবাগত রাতে কক্সবাজার সদরের খরুলিয়া ইউনিয়নের নয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ হাজার পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ২ লাখ ৬১ হাজার ৬০০ টাকাসহ আরও দুই নারী মাদক ব্যবসায়ীকে (মা ও মেয়ে) আটক করা হয়।

জব্দকৃত মাদক, টাকা ও আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

সায়ীদ আলমগীর/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।