রোহিঙ্গা ক্যাম্পে ফের গুলি, নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৪:২৫ এএম, ১৬ এপ্রিল ২০২৩
প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলি ও ছুরিকাঘাতে রওশন আলী (৫৫) নামে এক সাব মাঝি নিহত হয়েছেন। শনিবার (১৫ এপ্রিল) দুপুর ৩টার দিকে উখিয়া পালংখালী ইউপির থাইংখালী ক্যাম্প-১৩’র ব্লক ই/২’র মাঝি কামালের চায়ের দোকানে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মোহাম্মদ আলী।

নিহত রওশন আলী উখিয়ার ক্যাম্প-১৩ ব্লক-ই/২’র মৃত জালাল আহমেদের ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, শনিবার বিকেলে উখিয়ার পালংখালী ইউপির থাইংখালী ক্যাম্প-১৩’র ব্লক ই/২’র মাঝি কামালের চায়ের দোকানের সামনে সাত-আট অস্ত্রধারী দুর্বৃত্ত পূর্ব শত্রুতার জের ধরে ওই ব্লকের সাব মাঝি রওশন আলীকে গুলি ও ছুরিকাঘাত করে। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

শেখ মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।

সায়ীদ আলমগীর/এসএএল/কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।