১ টাকায় বাহারি ঈদ বাজার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ১০:৪০ এএম, ১৮ এপ্রিল ২০২৩

গাইবান্ধায় নিম্নআয়ের মানুষদের জন্য টানা তৃতীয়বারের মতো ‘এক টাকার বাজার’ কর্মসূচির আয়োজন করেছে ‘আমাদের গাইবান্ধা’ নামের স্বেচ্ছাসেবী একটি সংগঠন।

এতে দেড়শ পরিবারকে ১ টাকা প্রতীকী মূল্যে দেওয়া হয় মুরগি, চাল, সয়াবিন তেল, ডাল, চিনি, নুডলস, সেমাই, গুঁড়া দুধ, লবণ, আলু, পেঁয়াজ, মিষ্টি কুমড়া, রসুন, ঝিঙে, মরিচ, লেবু, সাবানসহ কয়েক পদের সবজি।

সোমবার (১৭ এপ্রিল) বিকেলে গাইবান্ধার স্বাধীনতার রজতজয়ন্তী বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২ সদর আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি।

বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক।

১ টাকায় বাহারি ঈদ বাজার

সুবিধাভোগীরা বলেন, জিনিসপত্রের অতিরিক্ত দামের কারণে বাজারে অনেক পণ্য কেনার সামর্থ্য তাদের নেই। এক টাকায় অনেক কিছু পেয়ে তারা খুশি। পরিবার নিয়ে একদিন হলেও অনেক ভালো খেতে পারবেন।

আমাদের গাইবান্ধার সভাপতি সায়হাম রহমান ও সাধারণ সম্পাদক মুসাব্বির রহমান রিদিম বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অতিসাধারণের ঈদ আনন্দ যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য পরিবারপ্রতি এক টাকার বিনিময়ে চাল, ডাল, মুরগিসহ ১৬ পদের রন্ধনসামগ্রী বিতরণ করা হয়।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।