সেপটিক ট্যাংকে মিললো নিখোঁজ শিশুর মরদেহ
গাইবান্ধার সদর উপজেলায় আটমাস বয়সী আব্দুল্লাহ মিয়া নামের এক নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের গোবিন্দপুর (নন্দীর ভিটা) গ্রামের মোস্তাফা মিয়ার বাড়ির সেপটিক ট্যাংক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
শিশু আব্দুল্লাহ মিয়া ওই গ্রামের মাহাবুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার (১৭ এপ্রিল) রাতে হঠাৎ করে বাড়ি থেকে শিশু আব্দুল্লাহ মিয়া নিখোঁজ হয়। এরপর খোঁজাখুঁজির একপর্যায়ে আজ সকাল সাড়ে ৭টার দিকে ওই ট্যাংকের পাশে একটি কাঁথা পড়ে থাকতে দেখা যায়। সন্দেহ হলে ট্যাংকের ভেতর তল্লাশি করে আব্দুল্লাহ মিয়ার মরদেহ পাওয়া যায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসআর/জিকেএস