তিস্তাপাড়ের একশ পরিবারকে ঈদ উপহার দিলো সেনাবাহিনী

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তা নদীপাড়ের হতদরিদ্র একশ পরিবারকে ঈদ উপহার দিয়েছে সেনাবাহিনী।
মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার সিন্দুর্না ইউনিয়ন পরিষদ মাঠে সেনাপ্রধানের পক্ষ থেকে চাল, ডাল, তেলসহ বিভিন্ন উপকরণ দেওয়া হয়।
৬৬ আর্টিলারি ব্রিগেডের কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল মোজাম্মেল হোসেন নিজ হাতে এসব উপহার সামগ্রী বিতরণ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজির হোসেন, মেজর গাফ্ফারুজ্জামান এবং ক্যাপ্টেন মো. শাহরিয়ার ইফাত, সিন্দুর্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম, হাতীবান্ধা থানার পরিদর্শক (তদন্ত) আবু মুসা।
ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম বলেন, হাতীবান্ধা উপজেলার মধ্যে তিস্তা নদীতে সবচেয়ে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক তিস্তাপাড়ের অসহায় মানুষরা ঈদ উপহার পেয়ে অনেক খুশি।
রবিউল হাসান/এসজে/এমএস