অসহায় ২০০ নারী পেলো পুনাকের ঈদ উপহার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ১০:০০ পিএম, ২০ এপ্রিল ২০২৩

গাইবান্ধায় অসহায় ২০০ নারীকে ঈদ উপহার দিয়েছে জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। বৃহস্পতিবার (২০ এপ্রিল) গাইবান্ধা পুলিশ লাইনস ড্রিল শেড থেকে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা পুলিশ সুপার (এসপি) কামাল হোসেন।

ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুনাকের সভাপতি মাহবুবা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন পুনাকের সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) ধ্রুব জ্যোতির্ময় গোপ, সহ-সভানেত্রী রিফা ফারিজা, সদস্য ডা. রাহনুমা রায়হান শুচি, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান, ওসিপত্নী নাজমীন নাহার, ইন্সপেক্টর হেলাল উদ্দিন, গাইবান্ধা ট্রাফিক ওসি নূর আলম সিদ্দিক প্রমুখ।

পরে নিম্নআয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করেন জেলা পুনাক সভাপতি মাহবুবা আক্তার ও পুলিশ সুপার কামাল হোসেন।

ঈদসামগ্রীর মধ্যে ছিল চাল, সেমাই, চিনি, দুধ, কিসমিস ও সয়াবিন তেল।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।