হোমিও চিকিৎসার আড়ালে মাদক ব্যবসা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ২৫ এপ্রিল ২০২৩

কুষ্টিয়ার কুমারখালীতে র‌্যাবের করা মাদক মামলায় এক হোমিও চিকিৎসককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে তাকে কারাগারে পাঠায় পুলিশ। এর আগে সোমবার (২৪ এপ্রিল) রাতে ২০০ বোতল অ্যালকোহলসহ তাকে আটক করে কুষ্টিয়া র‌্যাব-১২।

গ্রেফতার ওই চিকিৎসকের নাম খন্দকার নুরুজ্জামান (৬০)। তিনি উপজেলার যদুবয়রা ইউনিয়নের যদুবয়রা গ্রামের মৃত আব্দুল ওয়াহেদের ছেলে ও জয়বাংলা বাজারের আজিম হোমিও হলের চিকিৎসক।

Rab-(2).jpg

এলাকাবাসী, র‌্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, খন্দকার নুরুজ্জামান জয় বাংলা বাজার এলাকায় আজিম হোমিও হলের আড়ালে দীর্ঘদিন ধরে অ্যালকোহলের ব্যবসা চালিয়ে আসছিল। সোমবার রাত সাড়ে ৯টায় দিকে জয় বাংলা বাজার সংলগ্ন জোতমোড়া এলাকায় অভিযান চালায় র‌্যাব-১২। অভিযানে ২০০ বোতল অ্যালকোহলসহ ওই হোমিও চিকিৎসককে আটক করে র‌্যাব।

এরপর উদ্ধার আলামতসহ তার বিরুদ্ধে কুমারখালী থানায় মামলা করে র‌্যাব। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে পাঠায় পুলিশ।

Rab-(2).jpg

এ বিষয়ে কুষ্টিয়া র‌্যাব-১২, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান বলেন, হোমিও চিকিৎসার আড়ালে খন্দকার নুরুজ্জামান অ্যালকোহলের ব্যবসা করছিলেন। রাতে অভিযান চালিয়ে ২০০ বোতল অ্যালকোহলসহ তাকে আটক করা হয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন হোসাইন বলেন, র‌্যাবের করা মামলায় হোমিও চিকিৎসককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আল মামুন সাগর/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।