এমসি কলেজে সংঘর্ষে আহত ছাত্রলীগকর্মীকে ঢাকায় প্রেরণ
সিলেট এমসি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ছাত্রলীগকর্মী শাহিন মিয়ার অবস্থার অবনতি হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে সোমবার সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
দলের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমাবার দুপুরে এমসি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের দু’গ্রুপে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষকালে কয়েক রাউন্ড গুলিও বিনিময় হয়। এতে আতহ হন অন্তত ১০ জন।
গুরুতর আহত ছাত্রলীগকর্মী শাহিন মিয়াকে সংঘর্ষের পরপরই সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে সন্ধ্যায় ঢাকায় নিয়ে যাওয়া হয়।
সিলেট জেলা ছাত্রলীগের শিক্ষাবিষয়ক সম্পাদক এমএ আকাশ জানান, শাহিনের মাথায় গুলি লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক।
দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেট এমসি কলেজে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী ও সঞ্জয়-কামরুল গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় উভয় পক্ষের মধ্যে কয়েক রাউন্ড গুলিও বিনিময় হয়। এ ঘটনায় দুইজন গুলিবিদ্ধসহ আহত হন অন্তত ১০ জন।
এঘটনার পর অস্ত্রধারীদের ধরতে সাঁড়াশি অভিযানে নামে পুলিশ। কলেজ ক্যাম্পাসে এ অভিযান চালায়। এ সময় ৪টি রামদা এবং ১টি পাইপসহ দুইজনকে আটক করে পুলিশ।
এ ব্যাপারে মহানগর পুলিশের শাহপরান থানার ওসি নিজাম উদ্দিন চৌধুরী জানান, এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। হামলাকারীদের আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।
ছামির মাহমুদ/বিএ