ধান কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ০৩ মে ২০২৩

লালমনিরহাটের কালীগঞ্জে ধান কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বীরেন্দ্রনাথ চেংটু (৫০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (৩ মে) দুপুর ২টার দিকে উপজেলার চলবলা ইউনিয়নের কয়ার দোলায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বীরেন্দ্রনাথ চেংটু তেতুলিয়া এলাকার কেকার নাথের ছেলে।

jagonews24

স্থানীয়রা জানান, দুপুরে কয়েকজন শ্রমিক উপজেলার কয়ার দোলা এলাকায় ধান কাটতে যান। এ সময় পড়ে থাকা সেচ পাম্পের তারে জড়িয়ে পড়েন বীরেন্দ্রনাথ চেংটু। ঘটনাস্থলে তিনি মারা যান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসূল বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রবিউল হাসান/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।