যেমন আছে সেই স্বপ্ন-পদ্মা-সেতু

মোবাশ্বির শ্রাবণ মোবাশ্বির শ্রাবণ , জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ১২ মে ২০২৩

সময়টা ছিল গতবছরের জুন মাস। বাঙালি জাতির বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের প্রাক্কাল। সেতু উদ্বোধনের সময়টিকে স্মরণীয় করে রাখতে নারায়ণগঞ্জে জন্ম নেওয়া যমজ তিন শিশুর নাম রাখা হয় স্বপ্ন, পদ্মা ও সেতু। বর্তমানে তিন শিশুই সুস্থ আছে। আগামী ১৭ জুন তাদের প্রথম জন্মবার্ষিকী পালিত হবে। এদিন তারা এক বছরে পা রাখবে।

যমজ এ তিন শিশুর জন্মদিনে তাদের বাবা-মায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করা। তারা প্রধানমন্ত্রীর কোলে সন্তানদের তুলে দিতে চান; প্রধানমন্ত্রীর দোয়া নিতে চান।

গতবছরের ১৭ জুন নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জ এলাকার আশরাফুল-অ্যানি দম্পতির কোলজুড়ে আসে যমজ তিন শিশু। শিশুদের বাবা আশরাফুল ইসলাম অপু পেশায় একজন ব্যবসায়ী। সেইসঙ্গে স্থানীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তার যমজ তিন সন্তানের মধ্যে একজন ছেলে ও দুজন মেয়ে। ছেলের নাম রেখেছেন স্বপ্ন আর মেয়ে দুজনের নাম রেখেছেন পদ্মা ও সেতু।

আরও পড়ুন: একসঙ্গে ৩ সন্তানের জন্ম, নাম রাখা হলো স্বপ্ন-পদ্মা-সেতু

পদ্মা সেতুর সঙ্গে মিলিয়ে নাম রাখায় বিষয়টি সারাদেশে ছড়িয়ে যায়। খবর পৌঁছে যায় প্রধানমন্ত্রীর দপ্তরেও। পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তা নিয়ে নবজাতকদের দেখতে আসেন প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রটোকল অফিসার শামীম মুসফিক। একইসঙ্গে উপহারস্বরূপ এক ভরি করে তিনটি পৃথক সোনার চেইন, ফলমূল ও পোশাক দেওয়া হয় ওই তিন নবজাতককে।

সম্প্রতি তাদের বাসায় গিয়ে দেখা যায়, শিশুরা শারীরিকভাবে সুস্থ ও সবল রয়েছে। তবে তারা এখনো হাঁটা শেখেনি। ধীরে ধীরে দাঁড়াতে পারে। ‘বাবা’, ‘মা’ বলে ডাকতে পারে। পরিবারের সদস্যদেরও চিনতে পারে। নাম ধরে ডাক দিলেও সাড়া দেয় স্বপ্ন, পদ্মা ও সেতু।

শিশুদের মা সায়মা আক্তার অ্যানি জাগো নিউজকে বলেন, ‘আমাদের সন্তানরা ভালো আছে। তিন সন্তানকে একসঙ্গে পালন করা কষ্টকর হলেও তারা আমাকে কোনো রকম বিরক্ত করে না।’

তিনি আরও বলেন, ‘স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনকে স্মরণীয় করে রাখতেই তাদের নাম রাখা হয়েছিল স্বপ্ন, পদ্মা ও সেতু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার সন্তানদের জন্য উপহারও পাঠিয়েছিলেন। আমি এবার আমার তিন সন্তানকে প্রধানমন্ত্রীর কোলে তুলে দিতে চাই। তিনি যদি আমাদের এ সুযোগটি করে দেন তাহলে আমরা নিজেদের ধন্য মনে করবো।’

আরও পড়ুন: স্বপ্ন-পদ্মা-সেতুকে স্বর্ণের চেইন উপহার দিলেন প্রধানমন্ত্রী

বাবা আশরাফুল ইসলাম অপু জাগো নিউজকে বলেন, ‘সারাদিন বাইরে থেকে বাসায় আসার পর শিশুরা যখন আমার কাছে ছুটে আসে তখন আমি সারাদিনের সব কষ্ট ভুলে যাই। তাদের নিয়ে আমি অনেক খুশি।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী যেহেতু আমার তিন সন্তানকে দেখেননি; না দেখেই আমার সন্তানদের জন্য উপহার দিয়েছেন তাই আমি এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আমার সন্তানদের তুলে দিতে চাই। তাকে আমার সন্তানদের দেখাতে চাই। সন্তানদের জন্য দোয়া নিতে চাই। আমার ইচ্ছা আমার সন্তানরা যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো একজন আদর্শবান নাগরিক হিসেবে গড়ে ওঠে।’

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কুদরত-ই-খুদা জাগো নিউজকে বলেন, ‘স্বপ্ন, পদ্মা ও সেতুর বাবার সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যিনি এসেছিলেন তার সঙ্গেও শিশুদের বাবার যোগাযোগ রয়েছে। তারা শারীরিকভাবে ভালো আছে, সুস্থ আছে। আমি তাদের মঙ্গল কামনা করি।’

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।