কুমারখালীতে ছাত্রলীগের আরও ৩ নেতাকে অব্যাহতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ১৪ মে ২০২৩

কুষ্টিয়ার কুমারখালী পৌর ছাত্রলীগের তিন নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার (১৪ মে) সকালে পৌর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অব্যাহতি প্রাপ্তরা হলেন- পৌর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুদীপ দত্ত, প্রচার সম্পাদক রুদ্র মালাকার ও উপ-দপ্তর সম্পাদক মেজবাউল হক হৃদয়।

এর আগে গত মঙ্গলবার ও বৃহস্পতিবার সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে উপজেলা ছাত্রলীগের আরও তিন নেতাকে অব্যাহতি দিয়েছে ছাত্রলীগ। তারা হলেন- উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. ইমরান হোসেন ও ফরহাদ হোসেন পাপ্পু ও সাংগঠনিক সম্পাদক মো. রাকিবুজ্জামান পাপন।

আরও পড়ুন: ইতিবাচক ধারায় ছাত্রলীগ

পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন পলাশ বলেন, সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তিনজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। স্থায়ী অব্যাহতির জন্য জেলা ছাত্রলীগ বরাবর সুপারিশ করা হয়েছে।

আল-মামুন সাগর/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।