দুই প্যাকেট বেনসনে ৩০ টাকা বেশি নেওয়ায় জরিমানা ২০০০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৮:০৭ পিএম, ১৫ মে ২০২৩
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জে বেনসন ব্র্যান্ডের দুই প্যাকেট সিগারেটে ৩০ টাকা বেশি নেওয়ায় দুই হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৫ মে) দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট নিমতলায় ওয়াজিদ শাহ স্টোরের মালিক ওয়াজিদ কুমার সাহাকে এ জরিমানা করা হয়। পরে নিয়মানুযায়ী জরিমানার ২৫ শতাংশ টাকা ফেরত দেওয়া হয় অভিযোগকারীকে।

এর আগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ে অভিযোগের বিষয়ে শুনানির জন্য উভয় পক্ষকে ডাকা হয়। শুনানিতে অভিযোগ প্রমাণিত হয়।

ভোক্তা অধিকারের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মাসুম আলী বলেন, দুই প্যাকেট সিগারেটের আগের দাম ছিল ৫৪০ টাকা। কিন্তু দোকানদার ৫৭০ টাকা নেয়। তথ্য-প্রমাণসহ এক ভোক্তা অভিযোগ করলে সোমবার শুনানি শেষে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সোহান মাহমুদ/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।