ট্রাকের ধাক্কায় ট্রাকচালক ইউনিয়ন নেতার মৃত্যু

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৮:২৮ এএম, ১৮ মে ২০২৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় রফিকুল ইসলাম রতন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১৭ মে) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম রতন আন্তঃজেলা ট্রাকচালক ইউনিয়ন শিমরাইল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৫ নম্বর ওয়ার্ডের সাইলো এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল অংশ দিয়ে রাস্তা পারাপারকালে দ্রুতগামী একটি ট্রাক রতনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে উপস্থিত জনতা আহত অবস্থায় তাকে চিটাগাংরোডের সুগন্ধা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) এ কে এম শরফুদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে যাই। নিহত ওই ব্যক্তি সড়ক পারাপারকালে ট্রাকের ধাক্কায় মারা যান। সড়ক ফাঁকা থাকায় গাড়িটির চালক দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

রাশেদুল ইসলাম রাজু/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।