সোনারগাঁয়ে ব্যবসায়ীর বাড়িতে ঢুকে দুর্ধর্ষ ডাকাতি

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৬:১২ পিএম, ১৮ মে ২০২৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সার ও কীটনাশক ব্যবসায়ী শহীদুল্লাহ সরকারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

বিষয়টি বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম। এর আগে বুধবার (১৭ মে) দিনগত রাতে উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ব্যবসায়ী শহীদুল্লাহ সরকার জানান, গতকাল রাতে ১০-১৫ জনের এক ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়ির দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা ছুরিকাঘাত করে তাকে আহত করে। এক পর্যায়ে তাকে চাদর দিয়ে বেঁধে সকল কক্ষে প্রবেশ করে আলমারি ও ওয়্যারড্রপ ভাঙচুর করে ৪ ভরি স্বর্ণ, মোবাইল ফোন ও নগদ ৮ লাখ টাকাসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

সোনারগাঁয়ে ব্যবসায়ীর বাড়িতে ঢুকে দুর্ধর্ষ ডাকাতি

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, ডাকাতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এরইমধ্যে ডাকাত চিহ্নিত করতে কাজ শুরু করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রাশেদুল ইসলাম রাজু/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।