আচরণবিধি লঙ্ঘন করায় নৌকার প্রার্থীকে নোটিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৭:২২ পিএম, ১৮ মে ২০২৩

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় আওয়ামী লীগ মনোনীত এক প্রার্থীকে নোটিশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) উপজেলা নির্বাচন অফিস থেকে তাকে এ নোটিশ দেওয়া হয়।

নোটিশপ্রাপ্ত ব্যক্তি হলেন আড়াইহাজারের গোপালদী পৌরসভার আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হালিম শিকদার। নোটিশ পৌঁছানোর সময়ও তিনি এলাকায় নির্বাচনী প্রচারণায় ছিলেন। নোটিশ পেয়ে তাড়াতাড়ি প্রচারণা বন্ধ করে ঘটনাস্থল ত্যাগ করেন।

গোপালদী পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ বলেন, নির্বাচনী আচরণবিধি মানার জন্য একজন প্রার্থীকে নোটিশ দেওয়া হয়েছে। তাকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য আহ্বান করা হয়েছে।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।