ঘরের ওপর গাছ পড়ে প্রাণ গেলো নারীর

টাঙ্গাইলে ঝড়ে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে কাজুলী (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মে) রাত ১০টার দিকে কালিহাতী পৌরসভার সালেংকা চকপাড়া শ্মশান ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঝড়ের সময় পরিবারের সদস্যরা ঘরেই ছিলেন। একপর্যায়ে ঘরের পাশের একটি গাছ তাদের থাকার ঘরের ওপর ভেঙে পড়ে। এতে পরিবারের অন্যান্যরা বেঁচে গেলেও কাজুলী মারা যান। ঝড়ে ওই গ্রামের অন্তত ১২ জনের ঘর ভেঙে গেছে।
নিহতের বড় বোন সুশিলা বলেন, কাজুলীর স্বামী তাকে ভরণপোষণ না দেওয়ায় প্রায় দুই বছর ধরে আমাদের বাড়িতেই থাকতেন। এর আগে কাজুলী জর্ডানে ৩-৪ বছর ছিলেন। দু-তিনদিন পরে অন্য আরেকটি দেশে যাওয়ার কথা ছিল। তিনি ওই দেশের ভিসাও পেয়েছিলেন
তিনি বলেন, ‘রাতে যখন ঝড়বৃষ্টি শুরু হয় তখনো আমরা এক ঘরেই ছিলাম। হঠাৎ ঘরের পেছনের একটি গাছ ভেঙে ঘরের ওপরে পড়লে আমিসহ অন্যান্যরা সরে যাই। তবে বোন কাজুলী সরতে পারেনি। গাছটি ঘরের চালসহ তার ওপরে পড়ে। পরে বোনের কাছে গিয়ে দেখি সে বেঁচে নেই। এসময় আমি লোকজন ডাকাডাকি করলে তারা এসে গাছের ডালপালা কেটেও তাকে বের করতে পারেনি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে বের করেন।’
কালিহাতী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা নাজিম উদ্দিন মোড়ল বলেন, একটি ইউক্যালিপটাস গাছের নিচে চাপা পড়ে মারা যান ওই নারী। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসেইন বলেন, নিহতের পরিবারকে পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরিফ উর রহমান টগর/এসআর/এমএস