৬ মাসের মধ্যেই শেখ হাসিনার পতন হবে: নিতাই রায়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৯:০১ পিএম, ২৬ মে ২০২৩

বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেছেন, শেখ হাসিনার পতনের ঘণ্টা বাজছে। আমরা বুঝতে পারছি। ছয় মাসের মধ্যে তার পতন হবে। আগামী নির্বাচনেই তার পতন হবে।

শুক্রবার (২৬ মে) বিকেলে চুয়াডাঙ্গা জেলা বিএনপির আয়োজনে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিতাই রায় চৌধুরী বলেন, দেশের শ্রমিক-কৃষকের জীবনে নাভিশ্বাস শুরু হয়েছে। জিনিসপত্রের দাম কমানোর ক্ষমতা সরকারের নেই। শেখ হাসিনা যদি মনে করেন তারা বোমা মারবেন আমরা কিন্তু রজনীগন্ধা দিয়ে আপ্যায়ন করবো না।

জনসমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু।

জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফের সঞ্চালনায় ও আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খোকন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক, জেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান বুলেট, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হেদায়েত হোসেন আসলাম, মহিলা দলের সভাপতি রওফুন নাহার রিনা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক রাজিব খান, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সভাপতি মোমিন মালিতা, সাধারণ সম্পাদক শাহজাহান খান।

সমাবেশে বিএনপি ও দেশ নিয়ে স্বরচিত কবিতা আবৃত্তি করেন আজিজুল রহমান।

হুসাইন মালিক/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।