চুয়াডাঙ্গায় ইউনিয়নভিত্তিক ফ্রি চিকিৎসা সেবা চালু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ২৮ মে ২০২৩

চুয়াডাঙ্গা জেলায় এম এ রাজ্জাক খান রাজের উদ্যোগে ২৭ মে থেকে শুরু হয়েছে ইউনিয়নভিত্তিক ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম। চুয়াডাঙ্গা সদর পদ্মবিলা ইউনিয়ন পরিষদে ফ্রি চিকিৎসা সেবার উদ্বোধন করেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান, এফবিবিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট এবং আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য এম এ রাজ্জাক খান রাজ।

এসময় তিনি বলেন, করোনা মহামারির সময় আমি আমার নিজ বাড়ি খান মহলকে চুয়াডাঙ্গার মানুষের জন্য ফ্রি চিকিৎসা সেবাকেন্দ্রে পরিণত করি, যেটি এখনো চলমান। চুয়াডাঙ্গার গরিব মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্যই ইউনিয়নভিত্তিক ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করেছি। অনেক গরিব মানুষ আছেন যারা টাকা দিয়ে ডাক্তার দেখাতে পারেন না। আবার অনেকে বার্ধক্যজনিত কারণে গ্রাম থেকে শহরে গিয়ে ডাক্তার দেখাতে পারেন না। তাদের জন্যই আমার এই প্রচেষ্টা।

তিনি আরও বলেন, চুয়াডাঙ্গা জেলায় আমার জন্ম। আমি এই জেলারই সন্তান। তাই চুয়াডাঙ্গার মানুষের প্রতি আমার ভালোবাসা ও দুর্বলতা সব সময়ই একটু বেশি অনুভব করি। আমি সব সময় আমার প্রিয় চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গাবাসীর পাশে থেকে কাজ করতে চাই। আমি বিশ্বাস করি, সবার দোয়া ও সহযোগিতায় চুয়াডাঙ্গা জেলা হবে বাংলাদেশের রোল মডেল।

এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।