কুমিল্লায় ইউপি নির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে সড়ক অবরোধ-ভাঙচুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪:২০ পিএম, ১১ মার্চ ২০১৬

কুমিল্লার বুড়িচংয়ে ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে ভোটে অনিয়মের অভিযোগে চেয়ারম্যান প্রার্থী বিল্লাল হোসেনের (বর্তমান চেয়ারম্যান) সমর্থকরা সড়ক অবরোধ করে যানবাহন ও একটি কলেজে ভাঙচুর চালিয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনায় কুমিল্লা -বুড়িচং ও ব্রাহ্মণপাড়া সড়কে প্রায় ১ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, বিকেলে খাড়াতাইয়া ফাযিল মাদ্রাসা মিলনায়তনে ষোলনল ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু হয়। বিকেল সোয়া ৫টার দিকে ফলাফল ঘোষণার পর চেয়ারম্যান বিল্লাল হোসেন এবং তার কর্মী সমর্থকরা ফলাফলে কারচুপি ও অনিয়মনের অভিযোগ তুলে সভাস্থল ত্যাগ করে। পরে তারা পাশ্ববর্তী ভরাসর বাজারে কুমিল্লা- বুড়িচং ও ব্রাহ্মণপাড়া সড়কে গাছ ফেলে অবরোধ করে। এক পর্যায়ে স্থানীয় সোনার বাংলা কলেজের একটি গাড়িসহ ৪/৫টি সিএনজি চালিত অটোরিকশা এবং কলেজের ৩টি কক্ষ ভাংচুর করে।

খবর পেয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজুলল জাহিদ পাভেল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা পর সন্ধ্যা সোয়া ৬টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে চেয়ারম্যান বিল্লাল জানান, ইউনিয়নে আওয়ামী লীগের কমিটি অনেক আগেই বিলুপ্ত করা হয়েছে। তাই মনগড়া ও পছন্দের লোকজন এনে প্রার্থী বাছাইয়ের নামে তামাশা করায় আমি এর বিরোধিতা করে সেখান থেকে বেড়িয়ে এসেছি।

বুড়িচং থানার ওসি উত্তম কুমার বড়ুয়া জানান, চেয়ারম্যান প্রার্থী বাছাই নিয়ে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। এছাড়া বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মো. কামাল উদ্দিন/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।