মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, দুই বন্ধু নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ০৪ জুন ২০২৩

টাঙ্গাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের সঙ্গে থাকা আরও এক বন্ধু গুরুতর আহত হয়েছেন।

রোববার (৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মধুপুর উপজেলার গারোবাজার-কাকরাইদ মহাসড়কের হাজীবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঘাটাইল উপজেলার টেপি কুশারিয়া এলাকায় সুরুজ আলীর ছেলে ছাব্বির আলম (১৮) ও রমজান আলীর ছেলে হাবিব (১৬)।

আহত যুবকের নাম সাদিক। তিনি একই গ্রামের আনিসুর রহমানের ছেলে। তাকে স্থানীয়রা উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মোটরসাইকেলযোগে তিন বন্ধু লেগুরবাজার থেকে গারোবাজার যাচ্ছিলেন। পথে হাজীবাড়ি মোড় এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই দুই বন্ধু মারা যান। আহত অন্যজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) মামুন বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আরিফ উর রহমান টগর/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।