তেল-কয়লার দাম বাড়ায় লোডশেডিং বেড়েছে : ক্রীড়া প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৫:২৮ পিএম, ০৪ জুন ২০২৩

জ্বালানি তেল ও কয়লার দাম বাড়ায় লোডশেডিং বেড়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

রোববার (৪ জুন) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার দ্যাইনা ইউনিয়নের বাসাখানপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, আমরা দেশকে বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ করেছিলাম। সেখানে কেন এত লোডশেডিং হচ্ছে? বিদ্যুতের জন্য যে তেল আর কয়লার এক ব্যারেল আমরা চার ডলারে কিনতাম এখন সেটি কিনতে হচ্ছে ১২৫-১২৬ ডলারে। এত দাম বৃদ্ধি পাওয়ায় বৈদ্যুতিক এই সমস্যা দেখা দিয়েছে। বিশ্বাস করি, এই সমস্যা সাময়িক হবে। খুব শিগগির এই সমস্যার সমাধান হবে।

তিনি বলেন, আপনারা কখনো বিশ্বাস করেছিলেন বাড়ির পাশে স্টেডিয়াম হবে, কার্পেটিংয়ের পাকা রাস্তা হবে? এটি হয়েছে একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।

jagonews24

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আগে রাশিয়া ও ইউক্রেন ইউরোপের জালানি চাহিদা পূরণ করতো। যুদ্ধের কারণে এখন সেটি বন্ধ রয়েছে। এ কারণে জালানির চাহিদাও বেড়ে গেছে। সারা বিশ্ব এখন মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশের ওপর নির্ভরশীল হয়ে পরেছে। জালানি, খাদ্য, গম, গ্যাস, তেলসহ নানা চাহিদা পূরণ করতে তারা চলে এসেছে। তারা বেশি দামে সেগুলো কিনেও নিচ্ছে। যার ফলে আমাদের সেসব পণ্য বেশি দামে কিনতে হচ্ছে। এতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।

তিনি আরও বলেন, মাদকসহ নানা অবক্ষয় থেকে যুবক, কিশোরদের ফেরাতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে খেলার আয়োজন চালিয়ে যাচ্ছি। তাদের শারীরিক বিকাশের জন্য উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। জেলা স্টেডিয়াম থাকলেও উপজেলা পর্যায়ে স্টেডিয়াম ছিল না। সেটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।

 

আরিফ উর রহমান টগর/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।