জন্মনিবন্ধন সনদ না থাকায় আটকে আছে প্রতিবন্ধী লিমার ভাতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৯:৪১ পিএম, ০৪ জুন ২০২৩
লিমা আক্তার

জন্ম থেকে প্রতিবন্ধী লিমার বাবা মারা গেছেন দুই বছর হয়েছে। বাবার মৃত্যুর পর মা ফরিদা বেগম অন্যত্র চলে যাওয়ায় এখন বৃদ্ধ দাদিই তার বেঁচে থাকার একমাত্র ভরসা। যিনি পেশায় একজন ভিক্ষুক। ভিক্ষা করেই পেট চলে দাদি ও প্রতিবন্ধী নাতনির।

এদিকে, জন্মনিবন্ধন সনদ না থাকায় সমাজসেবা অফিসে মাসের পর মাস ঘুরেও তার দাদি লিমার জন্য প্রতিবন্ধী ভাতার কার্ড করতে পারছেন না। নিজের মৃত্যুর পর অসহায় নাতনির কী হবে সেই চিন্তায় দুর্বিষহ দিন কাটছে দাদি আনজেরা বেগমের।

জানা গেছে, ঝালকাঠির নলছিটি পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত জাহাঙ্গীর হাওলাদারের প্রতিবন্ধী মেয়ে লিমা আক্তার (১৩) জন্ম থেকেই নানা শারীরিক সীমাবদ্ধতা নিয়ে বেঁচে আছে। অন্যের সাহায্য ছাড়া নিজে কোনো কাজই করতে পারে না। কথা বলতে গেলে মুখ জড়িয়ে যায়, ঠিকমতো উচ্চারণ করতে পারে না। একাকি চলাফেরাও করতে পারে না। বৃদ্ধ দাদি তার খাওয়া-দাওয়া থেকে শুরু সবকিছুতে সহায়তা করেন। বাবা-মা কে হারিয়ে তার সঙ্গেই বসবাস করছে লিমা।

লিমার দাদি আনজেরা বেগম বলেন, আমার পঙ্গু ছেলেটার মৃত্যুর পরই লিমার মা ফরিদা বেগম অন্যত্র চলে যায়। এরপর থেকেই সে আমার কাছে আছে। আমি বাড়ি বাড়ি ভিক্ষা করে যা পাই তাই দিয়ে দুজনে কোনোরকম খেয়ে-পরে বেঁচে আছি। এখন আমার বয়স হয়েছে। যে কোনো সময় মারা যেতে পারি। যদি ওর জন্য একটা ভাতার ব্যবস্থা করতে পারতাম তাহলে মনটা শান্তি পেত। কিন্তু জন্মনিবন্ধন সনদ না থাকায় সবকিছু আটকে আছে। এজন্য নলছিটি পৌরসভায় অনেকবার গিয়েছি। কিন্তু কোনো কাজ হয়নি। এখন নিরুপায় হয়ে সেই আশা ছেড়ে দিয়েছি।

জানতে চাইলে নলছিটি পৌর মেয়র ওয়াহেদ কবীর খান বলেন, আমার কাছে এই ধরনের কোনো লোক আসেনি বা আসলে এভাবে বিস্তারিত খুলে বলেনি। এখন যদি কেউ আসে আমি আমার পক্ষ থেকে যতটুকু সহায়তা করা দরকার সবটুকুই করবো।

নলছিটি সমাজসেবা কর্মকর্তা মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, এখন সবকিছুই অনলাইনে করতে হয়। তাই ভাতার আবেদন করার জন্য জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের প্রয়োজন। সেটা নিয়ে আসতে পারলে আমাদের এখান থেকে যত দ্রুত সম্ভব তার প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করে দেওয়া হবে। এছাড়া সম্ভব নয়।

আতিকুর রহমান/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।