নারায়ণগঞ্জে ডিসি পরিচয়ে আর্থিক সহায়তা চেয়ে প্রতারণা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৪:২০ পিএম, ০৯ জুন ২০২৩
ফাইল ছবি

নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে আর্থিক সহায়তা চেয়ে প্রতারণা করার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। এ বিষয়ে নারায়ণগঞ্জবাসীকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৮ জুন) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের পক্ষে নেজারত ডেপুটি কালেক্টর মোহাম্মদ রবিন মিয়া স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জেলার সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০১৮৮-৪৭০৬৫৯১ নম্বর থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট আর্থিক সহায়তা চেয়ে ফোন করা হচ্ছে, যার সঙ্গে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কোনো সংশ্লিষ্টতা নেই। এ বিষয়ে সকলকে সতর্ক থাকাসহ কারো সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ডেপুটি কালেক্টর মোহাম্মদ রবিন মিয়া জাগো নিউজকে বলেন, জেলা প্রশাসকের পরিচয়ে বিভিন্ন জনের কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ পাওয়া গেছে। তাই এ বিষয়ে নারায়ণগঞ্জবাসীকে সতর্ক করা হয়েছে।

মোবাশ্বির শ্রাবণ/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।