সোনাইমুড়ীতে চক্ষুরোগ প্রতিরোধে দিনব্যাপী সেমিনার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৪ পিএম, ১৩ মার্চ ২০১৬

নোয়াখালীর সোনাইমুড়ী অন্ধ কল্যাণ সমিতির আয়োজনে দিনব্যাপী চক্ষুরোগ প্রতিরোধে জনসচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সোনাইমুড়ী অন্ধ কল্যাণ সমিতি আই হসপিটাল সভাকক্ষে এ সেমিনার হয়।

সেমিনারে বক্তব্য রাখেন হসপিটালের প্রকল্প পরিচালক মোহাম্মদ আবদুর রহমান এবং সমিতির ইতিবৃত্ত পাঠ করেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূঁইয়া।

সোনাইমুড়ী অন্ধ কল্যাণ সমিতির সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকেরের সভাপতিত্বে এবং সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাহারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়রুল হক কামাল, সোনাইমুড়ী পৌরসভার মেয়র মোতাহের হোসেন মানিক।

অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের, নোয়াখালী অন্ধ কল্যাণ সমিতির কনসালটেন্ট অপট্রোমেট্রিক উত্তম রতন মজুমদার, বারডেম হাসপাতালের মেডিকেল অফিসার (চক্ষু) ডা. এমএএইচ শরীফ, নোয়াখালী জেনারেল হাসপাতালের কনসালটেন্ট (চক্ষু) ডা. কাজী মনিরুজ্জামান। সেমিনারে বিভিন্ন পেশার ৩শ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

সোনাইমুড়ী অন্ধ কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূঁইয়া জাগো নিউজকে জানান, দীর্ঘ ৪০ বছর সোনাইমুড়ী অন্ধ কল্যাণ সমিতি আই হসপিটালের চক্ষু সেবার কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সে লক্ষে বিভিন্ন পেশার প্রতিনিধি নিয়ে এ সেমিনারের আয়োজন করা হয়।

মিজানুর রহমান/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।