ঈশ্বরদীতে যুবককে গুলি করে হত্যা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৮:৩৪ এএম, ১৮ জুন ২০২৩
তাফসির আহমেদ মনা

পাবনার ঈশ্বরদীতে দুর্বৃত্তের গুলিতে তাফসির আহমেদ মনা (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১৭ জুন) রাত ১১টায় উপজেলার লক্ষ্মীকুণ্ডা গ্রামের এমপির মোড়ে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত মনা উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর পাকার মোড় এলাকার তানজুর রহমান তুহিনের ছেলে ও হাতকাটা টুনটুনির ভাই।

স্থানীয়রা জানান, শনিবার রাত ১১টার দিকে মনা উপজেলার লক্ষ্মীকুণ্ডা গ্রামের এমপির মোড়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় একদল দুর্বৃত্ত মুখে কাপড় বেঁধে তাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ মনাকে স্থানীয়রা পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ধারণা, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, নিহত মনার মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিক জানা যায়নি। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

শেখ মহসীন/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।