ঈশ্বরদীতে মনা হত্যার তিনদিন পর মামলা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ২০ জুন ২০২৩

পাবনার ঈশ্বরদী উপজেলায় তাফসির আহমেদ মনা হত্যাকাণ্ডের তিনদিন পর পৌর ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমজাদ হোসেন অবুজকে প্রধান আসামি করে থানায় মামলা হয়েছে। এতে আরও ১৬ জনের নামে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) সকালে মামলার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার। মামলা তদন্তের স্বার্থে অপর আসামিদের নাম প্রকাশ করেননি তিনি। এর আগে সোমবার রাতে নিহতের মা নাহিদা আক্তার লিপি বাদী হয়ে মামলাটি করেন।

আওয়ামী লীগের স্থানীয় নেতারা জানান, মামলায় যে ১৭ জনকে আসামি করা হয়েছে তারা সবাই যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী।

১৭ জুন রাত ১১টার দিকে উপজেলার লক্ষীকুন্ডা গ্রামের এমপি মোড়ে দুর্বৃত্তদের গুলিতে তাফসির আহম্মেদ মনা নিহত হন। হত্যাকাণ্ডের জের ধরে রোববার রাতে স্থানীয় যুবলীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

খুনিদের দ্রুত গ্রেফতার ও শাস্তি দাবিতে রাস্তায় অবস্থান নিয়ে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। সোমবার সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত রূপপুর মোড়ে মানববন্ধন করেন তারা। বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করলে উত্তর-দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। উপজেলার পাবনা-কুষ্টিয়া ব্যস্ততম মহাসড়কের দু’পাশে অবরোধ করে রাখেন বিক্ষুব্ধরা।

এ সময় মহাসড়কের দু’পাশে কয়েকশ যানবাহন আটকা পড়ে। পুলিশের হস্তক্ষেপে দেড় ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। আসামি দ্রুত গ্রেফতার না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

শেখ মহসীন/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।