ঈশ্বরদীতে ইউএনও পরিচয়ে টাকা দাবি

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৯:৪৯ এএম, ২১ জুন ২০২৩

পাবনার ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাশের পরিচয়ে একটি অসাধু চক্র বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করছেন।

সোমবার (২০ জুন) বিকেল ৫টায় ‘উপজেলা প্রশাসন ঈশ্বরদী’ ফেসবুক পেজে ইউএনও নিজে স্ট্যাটাস দিয়ে সবাইকে এ বিষয়ে সতর্ক করেন।

তিনি জানান, একটি অসাধু চক্র কল করে ইউএনও পরিচয়ে বিভিন্ন ব্যক্তির কাছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা চাচ্ছে। এ ব্যাপারে সবাই সাবধান থাকবেন। তদন্ত চলমান আছে।

শেখ মহসীন/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।