নির্বাচন কমিশন সরকারের হাতের পুতুল: আউয়াল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৯:৪১ পিএম, ২৩ জুন ২০২৩

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল আউয়াল বলেছেন, আওয়ামী সরকার আবারও দেখিয়েছে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। চার সিটি নির্বাচনে দিনের আলোর ন্যায় তা পরিষ্কার হয়ে গেছে। এ অথর্ব নির্বাচন কমিশন সরকারের হাতের পুতুল।

শুক্রবার (২৩ জুন) বিকেল ৫টায় নগরীর ফজলুল করীম রহ. অডিটোরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের উদ্যোগে কেসিসি নির্বাচন পরবর্তী পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সভায় দলের নগর সভাপতি ও কেসিসি মেয়র প্রার্থী আব্দুল আউয়াল সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সেক্রেটারি মুফতি ইমরান হুসাইন।

এসময় আরও উপস্থিত ছিলেন দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান পরিচালক শেখ নাসির উদ্দিন, সমন্বয়কারী ইমরান হোসাইন, প্রধান নির্বাচনী এজেন্ট শেখ হাসান ওবায়দুল করিম, সহ-পরিচালক আসাদুল্লাহ আল-গালিব, সহ-সমন্বয়কারী আবু গালিব প্রমুখ।

আলমগীর হান্নান/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।