টাঙ্গাইলে মুক্তিপণের টাকা না পেয়ে ভাগনিকে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৮:২৫ এএম, ২৪ জুন ২০২৩

টাঙ্গাইলের ঘাটাইলে ৫০ হাজার টাকা মুক্তিপণ না দেওয়ায় তুলি আক্তার (৩) নামের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে মামার বিরুদ্ধে। শুক্রবার (২৩ জুন) দুপুরে উপজেলার লক্ষ্মীন্দর ইউনিয়নের মুরাইদ চাকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

তুলি আক্তার ওই গ্রামের সোহেলের মেয়ে। এ ঘটনায় সুমনের ঘরবাড়ি ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় তুলিকে তার নানি মরিয়ম বেগম বাড়িতে নিয়ে যান। এরপর তুলির মামা সুমন তার দুলাভাইকে (তুলির বাবাকে) ফোন করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে তার মেয়েকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। শুক্রবার সকালে বাবা-মা তুলিকে আনতে গেলে তাদের দেখে মামা সুমন ও পরিবারের অন্যান্য লোকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় এলাকাবাসী তুলির মামা সুমন, তার নানি মরিয়ম এবং সুমন মিয়ার স্ত্রী সুমাইয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পানির ট্যাংক থেকে তুলির মরদেহ উদ্ধার করা হয়।

Tangail-Murder-(2).jpg

এ ঘটনায় এলাকার উৎসুক জনতা সুমন মিয়ার বাড়ির আসবাবপত্র এবং সুমনের বাবার মোটরসাইকেলে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেয়। এসময় তারা বাড়িঘর ভাঙচুর করে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান, ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আরিফ উর রহমান টগর/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।