পাবনায় ১৭০ টাকায় বিক্রি হচ্ছে কাঁচা মরিচ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০২:২৮ পিএম, ০৩ জুলাই ২০২৩

আমদানি শুরু হওয়ায় কমেছে কাঁচা মরিচের দাম। এখন পাবনায় কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৭০ টাকা কেজি দরে। দুদিন আগেও এর দাম ছিল ৬০০-৭০০ টাকা। তবে খুচরা বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি ২০০ টাকায়।

পাবনার বড় বাজারের ব্যবসায়ী আব্দুল কুদ্দুস জানান, সোমবার কাঁচা মরিচের পাইকারি দর ১৭০ টাকা কেজি। রোববার পাবনায় পাইকারি বাজারে কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৪০০-৪৫০ টাকা কেজি দরে।

শহরের বড় বাজারের ব্যবসায়ীরা বলেন, আমদানি শুরু হওয়ায় দাম কমেছে। এছাড়া অন্য জেলা থেকে কিছু মরিচ আসায় দাম কমছে।

আরও পড়ুন: এক বাঘাইড়ের দাম সাড়ে ৪৭ হাজার টাকা

আতাইকুলার ব্যবসায়ীরা জানান, এ হাটে অন্য জেলার মরিচ আসেনি। তবে আমদানি হওয়ায় মরিচের দাম কমেছে।

পাবনায় ১৭০ টাকায় বিক্রি হচ্ছে কাঁচা মরিচ

ব্যবসায়ীরা জানান, কাঁচা বাজারে সবজির দাম সব সময়ই ওঠানামা করে। শনিবার ঈদের পরে হাটে আমদানি খুব কম ছিল। এজন্য দাম বেড়ে গিয়েছিল। এছাড়া বৃষ্টি বেশি হওয়ার কারণেও দাম বেড়ে যায়। এখন আবার বিভিন্ন জায়গা থেকে মরিচ আমদানি বাড়ায় দাম কমতে শুরু করেছে।

পাবনা চেম্বার অব কমার্সের সহ-সভাপতি ফোরকান রেজা বাদশা বিশ্বাস জানান, বাজারে আমদানি কমের কারণে দাম বেড়েছিল। এখানে ব্যবসায়ীদের কারসাজি নেই।

আমিন ইসলাম জুয়েল/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।