৭ দফা দাবিতে হবিগঞ্জে চা শ্রমিকদের কর্মবিরতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৫:১৭ পিএম, ০৪ জুলাই ২০২৩

এরিয়া অর্থ-বোনাস, উৎসব ভাতা, পিএফের বকেয়া টাকা, চিকিৎসা, স্থায়ী বাসস্থান নিশ্চিতকরণসহ ৭ দফা দাবিতে হবিগঞ্জের নবীগঞ্জে কর্মবিরতি ও মানববন্ধন করেছেন ইমাম ও বাওয়ানী বাগানের চা শ্রমিকরা। মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে ওই উপজেলার রোকনপুর বাজারের কাছে ঢাকা-সিলেট মহাসড়কে মানববন্ধন করেন শ্রমিকরা।

বালিশিরা ভ্যালির চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুভাষিশ দাস বলেন, উপজেলার পানিউমদা ইউনিয়নের ইমাম ও বাওয়ানী চা বাগানের ৩৬০ জন শ্রমিকের ২০১৯-২০ ও ২০২১-২২ অর্থ বছরের এরিয়া অর্থ বাবদ বকেয়া ৮১ লাখ ৫৯ হাজার টাকা, এরিয়া বোনাসের ১৪ লাখ ৪৭ হাজার টাকা, চা বাগান শ্রমিক ভবিষ্যত তহবিলের (পিএফ) ৫৫ লাখ ৮৯ হাজার টাকা মালিক পক্ষ পরিশোধ করছে না। এছাড়া চা শ্রমিকদের রোদ-বৃষ্টিতে বাসস্থানে অবস্থান করতে দুর্ভোগ পোহাতে হয়। ডাক্তার না থাকায় চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত হচ্ছেন তারা।

গত ২৫ জুন চা শ্রমিকদের ৭ দফা দাবি বাস্তবায়ন করার জন্য ইমাম টি এস্টেট লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বরাবর লিখিতভাবে জানান চা শ্রমিকরা। মালিক পক্ষ সাড়া না দেওয়ায় ৩ জুন থেকে কর্মবিরতী পালন করছেন তারা। দাবি বাস্তবায়ন না হলে বৃহৎ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন চা শ্রমিকরা।

ইমাম চা বাগান পঞ্চায়েত সমিতির সভাপতি রামভজন রবিদাস বলেন, আমরা চা বাগানকে ভালো রাখার জন্য দিনকে রাত আর রাতকে দিন করি। কিন্তু পাই না কিছুই। এমনকি বাসস্থানও আমাদের নিজের না। যে ঘর দেওয়া হয়েছে তাও মেরামত করা হয় না। বৃষ্টি হলেই পানি পড়ে। বছর বছর শুধু আমাদের বকেয়া বাড়ে। আমরা কীভাবে পরিবার নিয়ে বাস করবো। আমাদের দাবি যদি না মানা হয় তাহলে আমরা কঠোর আন্দোলন করতে বাধ্য হবো।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।