বিকাশের দোকানে চাঁদা চেয়ে ধরা ভুয়া এসআই
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পরিচয়ে চাঁদাবাজির সময় সেমাজুল ইসলাম (১৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে শিবগঞ্জ বাজারে একটি বিকাশের দোকানে চাঁদাবাজির সময় তাকে আটক করে পুলিশ।
আটক সেমাজুল ইসলাম শিবগঞ্জ পৌর এলাকার শেখটোলার জোতবিনোদ গ্রামের হেসার আলীর ছেলে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ বলেন, শিবগঞ্জ পৌর এলাকার বাসস্ট্যান্ড মোড়ে ম্যাংগো ট্রাভেলস কাউন্টারে বিকাশ এজেন্টের কাছে গিয়ে সেমাজুল ইসলাম নিজেকে শিবগঞ্জ থানার এসআই হারুন পরিচয় দেন। এ সময় তিনি ওই বিকাশ এজেন্টের কাছে ১০ হাজার টাকা নগদসহ আরও ৫০ হাজার টাকা দাবি করেন।
এতে বিকাশ এজেন্ট কাউসার মাহমুদের সন্দেহ হলে তাকে বসিয়ে রেখে শিবগঞ্জ থানায় খবর দেন তিনি। পরে পুশিল গিয়ে তাকে আটক করে।
সোহান মাহমুদ/এফএ/এমএস