সীমান্তের শেষ কুঁড়েঘরটিতেও এখন আলো জ্বলে: মাহি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৮:২৪ পিএম, ১১ জুলাই ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণেই দেশের পরিবর্তন সম্ভব হয়েছে। সীমান্তের শেষ কুঁড়ে ঘরটিতেও এখন মোমবাতির বদলে বিদ্যুতের আলো জ্বলে। তিনি মোমবাতির বদলে ঘরে ঘরে বিদ্যুতের আলো দিয়েছেন বলে মন্তব্য করেছেন ঢাকায় সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি।

মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট রামেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশব্যাপী উন্নয়ন, সফলতা ও সম্ভাবনা প্রচার’ বিষয়ক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন। তার আয়োজনে এ আলোচনা সভা ও চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা গান অনুষ্ঠিত হয়।

jagonews24

সামাজিক সংগঠন স্বপ্ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও রাজশাহী বিভাগের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মাহিয়া মাহি বলেন, শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনতে নানারকম পদক্ষেপ নিয়েছেন শেখ হাসিনা। তাহলে তার নেতৃত্বাধীন দলকে ভোট দেবো না, তো কাকে দেবো? সবার প্রতি অনুরোধ আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাই দলে দলে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও জয়যুক্ত করবেন।

আলোচনা সভা শেষে উপস্থিত জনসাধারণের মাঝে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে লিফলেট বিতরণ করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন- মাহিয়া মাহির স্বামী রকিব সরকার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক, ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান রাব্বুল হোসেন, ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন শাহ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আসিকুজ্জামানসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোহান মাহমুদ/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।