হত্যা মামলার ২৩ বছর পর স্বামী-স্ত্রীসহ তিনজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৭:১৫ পিএম, ১২ জুলাই ২০২৩

জয়পুরহাটে এক তরুণী হত্যা মামলার ২৩ বছর পর তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।

বুধবার (১২ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র দায়রা জজ নূর ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন পাঁচবিবি উপজেলার হরন্দা গ্রামের মৃত্যু নিজাম উদ্দীনের ছেলে আতাউর রহমান, তার স্ত্রী মেরিনা বেগম ও একই গ্রামের মৃত হাউস মিয়ার ছেলে আমজাদ হোসেন।

jagonews24

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নিপেন্দ্রনাথ মণ্ডল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পাঁচবিবি উপজেলার সিধুইল গ্রামের মৃত মোকছেদ আলীর মেয়ে মঞ্জিলার সৎ মায়ের খালাতো ভাই ছিলেন আতাউর রহমান। তিনি মঞ্জিলাকে ভালো জায়গায় বিয়ে দেবেন বলে তার বাড়িতে নিয়ে যান। সেখান নিয়ে ২০০০ সালের ১২ মে মঞ্জিলার ওয়ারিশান সূত্রে পাওয়া টাকা আত্মসাতের উদ্দেশ্যে আসামিরা পূর্বপরিকল্পনা অনুযায়ী তাকে মারধর করে মুখে বিষ ঢেলে হত্যা করেন।

অ্যাডভোকেট নিপেন্দ্রনাথ আরও বলেন, এ ঘটনার পর নিহতের আপন মা থানায় মামলা করেন। এরপর দীর্ঘ শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এ রায় দেন।

এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।