নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের বিশেষ অভিযান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১০:১৫ এএম, ১৪ জুলাই ২০২৩

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগে বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত ১৫ নম্বর ওয়ার্ডের নিতাইগঞ্জ এলাকায় প্রথম এ অভিযান চালানো হয়।

এ সময় একটি ভবনের ছাদে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা থাকায় ভবন মালিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আরেকটি প্রতিষ্ঠানের  জমিতে এডিস মশা পাওয়ায় সেই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আরও দুটি সরকারি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে, কর্তৃপক্ষকে ডেঙ্গু প্রতিরোধে সতর্ক করা হয়।

সিটি করপোরেশনের আবাসিক মেডিকেল অফিসার ডা. শেখ মোস্তফা আলী বলেন, ডেঙ্গু প্রতিরোধে আমরা আরও আগে থেকেই সতর্ক আছি। নাসিকের প্রতিটি ওয়ার্ডে মশকনিধন ও ওষুধ ছিটানোর জন্য আমরা পাঁচজন করে নিয়োগ দিয়েছি। এছাড়া বিভিন্ন অঞ্চলে আমাদের স্পেশাল টিমও কাজ করছে।

jagonews24

আরও পড়ুন: লক্ষ্মীপুরে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ, অধিকাংশই শিশু-বৃদ্ধ

অভিযান পরিচালনায় থাকা সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অসিতবরণ বিশ্বাস বলেন, সিটি করপোরেশন আরও আগে থেকেই ডেঙ্গু নিয়ে মাঠ পর্যায়ে কাজ করেছে। আজ আমরা নাসিকের একটি বড় টিম নিয়ে ১৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় যেখানে এডিস মশার প্রকোপ দেখা গেছে সেখানে অভিযান পরিচালনা করেছি।

তিনি আরও বলেন, অভিযান পরিচালনাকালে আমরা যেখানে এডিস মশার উৎপত্তিস্থল পেয়েছি সেখানে সিটি করপোরেশনের আইন অনুযায়ী জরিমানা ও তাদের সতর্ক করেছি। সিটি করপোরেশন তাদের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে এই কার্যক্রম পরিচালনা করছে। তবে স্থানীয় মানুষ যদি সচেতন না হয় এবং এগিয়ে না আসে তাহলে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব না।

মোবাশ্বির শ্রাবণ/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।