নারায়ণগঞ্জে ছাত্রদলের লাঠি মিছিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ১৫ জুলাই ২০২৩

নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে লাঠি মিছিল করেছে ছাত্রদল। শনিবার (১৫ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

এসময় তারা ছাত্রলীগের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে স্লোগান দেন। নারায়ণগঞ্জ শহরের খানপুর হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে প্রেস ক্লাব পর্যন্ত বিক্ষোভ সমাবেশের মাধ্যমে মিছিল শেষ হয়।

নারায়ণগঞ্জে ছাত্রদলের লাঠি মিছিল

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি শাহেদ আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভূঁইয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নারায়ণগঞ্জে ছাত্রদলের লাঠি মিছিল

বিক্ষোভ সমাবেশে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী আমাদের ছাত্রদলের নেতাদের ওপর হামলা করে নির্যাতন করেছে। তারা ছাত্রদল নেতার চোখ উপড়ে ফেলার চেষ্টা করেছে। তার পা ভেঙে মাথা ফাটিয়ে দিয়েছে। ছাত্রলীগের এই নির্যাতন সরকারের জন্য বুমেরাং হয়ে দেখা দেবে। বাংলাদেশের মানুষ জেগে উঠেছে সরকারের বিরুদ্ধে। আমি এই হামলার তীব্র নিন্দা জানাই। সেইসঙ্গে ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি করছি। অন্যথায় সাধারণ মানুষ এর বিচার করবে।

নারায়ণগঞ্জে ছাত্রদলের লাঠি মিছিল

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বলেন, এ বিষয়ে আমাদের কিছু জানা নেই। তবে আমরা খোঁজ-খবর নিয়ে দেখছি।

শুক্রবার (১৪ জুলাই) রাতে শহরের কলেজ রোড এলাকায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের চার নেতাকর্মীকে পিটিয়ে গুরুতর জখম করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ঘটনার চিত্র ধারণ করতে গেলে লাঞ্ছিত করা হয় গণমাধ্যমকর্মীদের। সাংবাদিকদের মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টাও করা হয়।

মোবাশ্বির শ্রাবণ/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।