খেলতে গিয়ে পুকুরে পড়ে লাশ হলো দুই শিশু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৬:৩৬ পিএম, ১৬ জুলাই ২০২৩

হবিগঞ্জের বানিয়াচংয়ে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৬ জুলাই) দুপুরে উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে ওই গ্রামের কাজী ইমরান মিয়ার মেয়ে ফাতেমা আক্তার (৪) ও তার চাচাতো বোন কাজী আমরুল মিয়ার মেয়ে মাহমুদা আক্তার (৪)।

সদর আধুনিক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেডিকেল অফিসার ডা. সুষ্মিতা সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাসপাতালে আনার আগেই ওই দুই শিশুর মৃত্যু হয়েছে।

স্থানীয় জুবায়ের মিয়া জানান, দুপুরে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় দুই শিশু। পরিবারের লোকজন দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাননি। একপর্যায়ে ওই দুই শিশুকে পুকুরে ভাসমান অবস্থায় দেখা যায়। পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।