জমি নিয়ে বিরোধ, একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে।
রোববার (১৬ জুলাই) বিকেলে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ।
গেলো শনিবার রাতে উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে হামলার ঘটনা ঘটে। এ সময় বাড়িঘর ভাঙচুর এবং লুটপাটও। আহতরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুল আউয়ালের সঙ্গে পার্শ্ববর্তী নবী হোসেনের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ আছে। এর জের ধরে আদালতে মামলা চলমান। এ নিয়ে শনিবার রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নবী হোসেনের নেতৃত্বে শাহজালাল, নুরে আলম, হৃদয়সহ ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
হামলায় আব্দুল আউয়াল, আক্তার হোসেন, বেলায়েত হোসেন, মোক্তার হোসেন ও ফেরদৌসী আহত হন। এদের মধ্যে আক্তারের অবস্থা আশঙ্কাজনক। হামলার ঘটনায় আহত আব্দুল আউয়ালের স্ত্রী জয়নব বেগম দুপুরে সোনারগাঁ থানায় একটি অভিযোগ করেছেন।
অভিযুক্ত নবী হোসেন বলেন, জমি সংক্রান্ত বিরোধে মারামারিতে আমাদের লোকজনও আহত হয়েছেন। আমরাও থানায় অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ জাগো নিউজকে বলেন, হামলা ও সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
রাশেদুল ইসলাম রাজু/এসজে/জিকেএস