৮ দাবিতে ফেনী পলিটেকনিক শিক্ষার্থীদের টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ১২:১৫ এএম, ১৭ জুলাই ২০২৩

ফের উত্তপ্ত হয়ে উঠেছে ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট। রোববার (১৬ জুলাই) রাতে হঠাৎ কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এতে ফেনী-ছাগলনাইয়া-পরশুরাম সড়কে দীর্ঘ যানজটে জনসাধারনের দূর্ভোগ সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিক্ষার্থীদের দাবি, দীর্ঘদিনের শিক্ষক সংকট ও অধ্যক্ষের অপসারণসহ ৮ দাবির বাস্তবায়ন। অন্যদিকে কলেজ কর্তৃপক্ষ বলছে, কতিপয় শিক্ষার্থীর অপরাধমূলক কার্যক্রমের জন্য জবাবদিহিতা করায় একটি চক্রের মদদে শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে।

শিক্ষার্থীরা জানায়, শিক্ষক সংকট নিরসনের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না, ল্যাবে যন্ত্রপাতি ক্রয়ের টাকা আত্মসাৎ করা হচ্ছে, খেলাধুলার সরঞ্জাম কেনা হয় না। তাই আমরা এসব বিষয়ের সমাধানের জন্য রাস্তায় আন্দোলন করতে হচ্ছে।

এদিকে কলেজের প্রিন্সিপাল প্রদীপ্ত খীসা বলেন, ‘রোববার পরীক্ষা চলাকালীন সময়ে হলে ঢুকে দীপ্ত দাস নামের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে সাহাব উদ্দিন হলে মারধর করে কয়েকজন ছাত্র। বিষয়টি জেলার এক ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে জানালে আমি এ বিষয়ে মীমাংসার জন্য উভয় পক্ষকে নিয়ে বসি। এতে করে কয়েকজন শিক্ষার্থী কলেজ প্রশাসনের ওপর ক্ষিপ্ত হয়। অন্যদিকে রাতে ছাত্রী হোস্টেলের দিকে ছাত্রদের ঘোরাফেরার বিষয়ে কঠোরতা আরোপ করি। এতেও কিছু ছাত্র আমাদের ওপর নাখোশ হয়ে তারা বিনা কারণে ইস্যু তৈরি করে আমাদের বিব্রত করছে।’

এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, শিক্ষার্থীরা তাদের কিছু দাবি নিয়ে রাস্তায় মিছিল করেছে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিক্ষার্থীরা সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

আবদুল্লাহ আল-মামুন/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।