ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে প্রাণ হারালেন বড় ভাই
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে সেতাউর রহমান ( ৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (১৭ জুলাই) বিকেল তিনটার দিকে শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সেতাউর রহমান উপজেলার শহবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের মৃত আইনাল উদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানান, বেশ কিছুদিন আগে থেকেই সেতাউর রহমানের সঙ্গে তার ছোট ভাই আব্দুল হোসেনের বিরোধ চলছিল। এরই জেরে সোমবার দুপুরে গোয়াল ঘর থেকে বাড়িতে গরু তোলা নিয়ে ফের তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে আব্দুল হোসেন তার বড় ভাই সেতাউরের মাথায় হাঁসুয়ার কোপ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুই ভাইয়ের মধ্যে অনেক আগে থেকেই বিরোধ চলছিল। এরই জেরে দুপুরে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে বড় ভাইয়ের মৃত্যু হয়। এ ঘটনায় আব্দুল হোসেনকে আটকের চেষ্টা চলছে।
সোহান মাহমুদ/এমআরআর/এএসএম