পদ্মায় গোসলে নেমে তলিয়ে গেলো ২ বোন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৪:০৯ পিএম, ২১ জুলাই ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পদ্মা নদীতে গোসলে নেমে তলিয়ে গেছে দুই বোন। এদের একজনের মরদেহ উদ্ধার হয়েছে। অপরজন এখনো নিখোঁজ আছে।

শুক্রবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরবাগডাঙা ইউনিয়ন পরিষদের পশ্চিম ঘাটে এ ঘটনা ঘটে।

তারা হলো- ইউনিয়নের সোনাপট্টি গ্রামের রেহসান আলীর মেয়ে রেশমা খাতুন (৭) ও একই এলাকার কটাপাড়া গ্রামের মো. গুমানির মেয়ে মোসলেমা খাতুন (১৪)। তারা সম্পর্কে ফুফাতো-মামাতো বোন।

স্থানীয় বাসিন্দা মজিবুর রহমান জানান, বেলা সাড়ে ১১টার দিকে নদীর পশ্চিম ঘাটে গোসলে নামে রেশমা ও মোসলেমা। এ সময় নদীর স্রোতে ডুবে যায় দুজনই। এলাকাবাসী রেশমার মরদেহ উদ্ধার করলেও এখনো নিখোঁজ মোসলেমা।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জাগো নিউজকে বলেন, একজনের মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ মোসলেমার মরদেহের সন্ধানে রাজশাহীর ডুবুরি দল কাজ করছে।

সোহান মাহমুদ/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।