চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০২:০৫ পিএম, ২২ জুলাই ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (২২ জুলাই) সকালে ভোলাহাট-শিবগঞ্জ সড়কের ফলিমারি বিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গোহালবাড়ী গ্রামের ইদ্রিসের মেয়ে ফাতেমা খাতুন (৪৩) এবং ধরমপুর গ্রামের শমশেরের ছেলে হেলাল (৩৫)।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনা ও যানজটে বছরে ক্ষতি ১ লাখ ৭৫ হাজার কোটি

স্থানীয়রা বলেন, ভোলাহাট মেডিকেল মোড় থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি কানসাটের উদ্দেশ্যে রওনা দেয়। সড়কের সোনাজোল এলাকার হিরো ইটভাটার কাছে কানসাট থেকে ঢাকাগামী একটি মিনি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় অটোরিকশার যাত্রী ফাতেমা খাতুন ঘটনাস্থলেই মারা যান। আর আহত চারজনকে দ্রুত ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এদের মধ্যে গুরুতর আহত হেলালকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত (ওসি) সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শিবগঞ্জ থেকে ছেড়ে আসা ভোলাহাটগামী একটি মিনি ট্রাকের সঙ্গে শিবগঞ্জগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক নারীসহ সিএনজির দুই যাত্রীর মৃত্যু হয়। আহত হন চালকসহ তিনজন। তাদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে।

সোহান মাহমুদ/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।