হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ২২ জুলাই ২০২৩

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় ফুটবল খেলায় বাগবিতণ্ডার জেরে হামলায় এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২২ জুলাই) সন্ধ্যায় উপজেলা সদরের গরুর বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সেলিম মিয়া (৩২) শরীফনগর গ্রামের মৃত সাবাজ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার শরীফনগর গ্রামের দুইপক্ষের মধ্যে শনিবার বিকেলে ফুটবল খেলা হয়। খেলার শেষপর্যায়ে টাইব্রেকারের আগে মাঠে প্রবেশ করা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় হামলায় সেলিম মিয়া নিহত হন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে সন্ধ্যা ৭টায় এ হত্যাকাণ্ড ঘটে। হামলাকারীদের আটকে অভিযান চলছে। এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।